সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শাজাহানপুরে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে ফেলা ও হুমকির অভিযোগ

 

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জানান।

অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সঙ্গে দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে।
অধ্যাপক আব্দুল মতিন বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

Check Also

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বগুড়ার চেহারা পাল্টে যাবে –সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *