সর্বশেষ সংবাদ ::

বৈদ্যুতিক শট সার্কিটে জুতার দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মেইল রোডে অবস্থিত রহমান সুজ এর খুচরা ও পাইকারি একটি জুতার দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রহমান সুজ আগুনের সূত্রপাত হয়। ওই সময় স্থানীয় লোকজন দোকানে ভিতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। কিছুক্ষণের মধ্যে দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে দোকানে থাকা জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের অফিস সহায়ক শাহারিয়া বাদশা ইমন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে। অপরদিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব থাকা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, জুতাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে তার দোকানে ২২ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন রহমান সুজ এর দোকান থেকে আমরা পাইকারি ও খুচরা জুতা বিক্রি করে থাকি। দোকানের পিছনে আমাদের জুতার গোডাউন ছিল সেই গোডাউনেও আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Check Also

সোনাতলায় কাঁচা মরিচের ন্যায্য দাম পেয়ে মনের আনন্দে জমি থেকে মরিচ তুলছেন কিষাণ-কিষাণীরা

বগুড়া সংবাদ (মোশাররফ হোসেন মজনু, সোনাতলা): মরিচ উৎপাদনের জন্য খ্যাত বগুড়ার সোনাতলা। প্রতি বছরের মতো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *