সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় দি ব্রিলিয়ান্ট এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় দি ব্রিলিয়ান্ট এ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৫ডিসেম্বর বৃহস্পতিবার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ২টি কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৯ম শ্রেণির ৯’শ ৮৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন দি ব্রিলিয়ান্ট এসোসিয়েশনের পরিক্ষা মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির, পরিচালক সাদ্দাম হোসেন, কেন্দ্র সচিব আবুল বাশার, পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফরিদ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম হোসেন, সহপ্রশাসনিক কর্মকর্তা জিহাদ ইসলাম প্রমুখ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৪টি ক্যাটাগরিতে(ট্যালেন্টপুল, সাধারণ, প্রাতিষ্ঠানিক ও শুভেচ্ছা) বৃত্তি প্রদান করা হবে। এদিন বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় মোট ১১টি কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Check Also

শিবগঞ্জে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লার্টিনাম জুবিলি উদযাপন

  বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া):   বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *