সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া সংবাদ :  বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার বিকেলে বগুড়া-৬ সদর আসনের জন্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: ফজলুল করিমের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, বগুড়া-৬ আসনের পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, আইন সম্পাদক এ্যাভোকেট শাহীন মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারী শফিকুল ইসলাম প্রমুখ। মনোনয়ন পত্র সংগ্রহের পর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সাংবাদিকদের বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। বগুড়া-৬ সদর আসনের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এই আসনে বিজয় অর্জন করতে চাই। তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তেরী করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় তাকে স্বগত জানান।

Check Also

শিবগঞ্জে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লার্টিনাম জুবিলি উদযাপন

  বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া):   বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *