সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ: বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতি মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে সারিয়াকান্দি থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিয়মিত মামলার আসামি সাদমান ইশরাক স্বাধীন (৩০) ও সোহেল রানা টোকেন (৪৫)। এছাড়াও ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রয়েল রাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়। অপর গ্রেপ্তারকৃতরা হলেন চুরি ও ডাকাতি মামলার আসামি আশরাফ আলী শেখ (৩৫), ফুলমিয়া (৩০), রতন মিয়া (৩৬) এবং জাকির হোসেন (৩৪)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

শিবগঞ্জে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লার্টিনাম জুবিলি উদযাপন

  বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া):   বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *