বগুড়া সংবাদ: বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতি মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে সারিয়াকান্দি থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিয়মিত মামলার আসামি সাদমান ইশরাক স্বাধীন (৩০) ও সোহেল রানা টোকেন (৪৫)। এছাড়াও ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রয়েল রাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়। অপর গ্রেপ্তারকৃতরা হলেন চুরি ও ডাকাতি মামলার আসামি আশরাফ আলী শেখ (৩৫), ফুলমিয়া (৩০), রতন মিয়া (৩৬) এবং জাকির হোসেন (৩৪)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা