বগুড়া সংবাদ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে শুক্রবার বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি পিপি এ্যাড: আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বিএনপি’র মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ময়নুল হক বকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম শফিক, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিগণ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা