
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বৃত্তি পরীক্ষায় শিক্ষা পরিবারে উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭শত ৮৭জন
শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম। পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান, সহকারী কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন শাহাজাদা কামাল হাসান। কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব জিন্দা হাসান রিটন, শফিক সরদার, মেহেদী হাসান, ইমরান আলী, মোহাম্মদ আলী, আব্দুস সালাম প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা