শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫আগস্ট) বেলা দশটার দিকে শহরের ধুনটমোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধুনটমোড় এলাকায় সমাবেশে মিলিত হন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌকির আহমেম্মদ, আব্দুল্লাহ সাদিক, জিয়াদ মন্ডল, নাঈমুল ইসলাম, মেহের আহমেদ, আব্দুল হালিম, আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে ছাত্র-জননতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়ে বলেন, দ্রæততম সময়ের মধ্যে মেডিকেল বোর্ডে বসিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও মানুষকে হত্যা করা হয়েছে, তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারিদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তাঁরা।
Check Also
বগুড়ার শেরপুরে তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত
বগুড়া সংবাদ : বগুড়ায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাংকি বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার …