সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকারের মতবিনিময়

বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকারের মতবিনিময়

বগুড়া সংবাদ :বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় তলায় অধিদপ্তরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোক্তাদের অধিকার রক্ষায় ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে প্রচলিত আইন ও মনিটরিং কার্যক্রমের সঠিক পন্থা নিয়ে আলোচনা করেন আয়োজকরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের সার্বিক আয়োজনে সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল ও ক্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।
তাদের বক্তব্যে চলমান পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যে ইতিবাচক পরিবর্তন আনয়নের স্বপ্ন দেখছেন তারা তার ভূয়সী প্রশংসা করেন। সভায় শিক্ষার্থীদের ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্যের বিধিমালা সম্পর্কে বিস্তারিত অবগত করা হয়। এসময় শিক্ষার্থীরাও গেল কয়েকদিন বিভিন্ন বাজার মনিটরিং এ প্রাপ্ত পর্যবেক্ষণগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরেন এবং সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন।
আয়োজন প্রসঙ্গে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন সাধনে এই প্রজন্মের মেধাবী সন্তানেরা যেভাবে মাঠে নেমেছেন তা সমৃদ্ধ আগামীর জানান দেয়। বিগত কয়েকদিনে বগুড়ায় বেশ কয়েকটি বাজারে অত্যন্ত দক্ষতার সাথে মনিটরিং কার্যক্রম চালিয়েছেন শিক্ষার্থীরা যেখানে সার্বিক সহযোগিতা করতে তারা চেষ্টা করেছেন। তবে তারা অনুধাবন করতে পেরেছেন শিক্ষার্থীরা যদি ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্যের বিধিমালা জানতে পারেন তাহলে মনিটারিং কার্যক্রম তাদের জন্য অনেক সুবিধা এবং সহজ হবে। সেই লক্ষ্যেই বিগত কয়েকদিনে যারা বাজার মনিটরিং করেছেন সেই সমস্ত শিক্ষার্থীদের মাঝে ২০জনের একটি প্রতিনিধি দলের সাথে এই সভার আয়োজন করা হয়। ভাল কাজে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সকলভাবে তিনি শিক্ষার্থীদের পাশে থাকার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষার্থীদের সাথে নিয়ে বগুড়ার আপামর জনসাধারণের ভোক্তা হিসেবে অধিকার নিশ্চিতে তিনি দৃঢ়চিত্তে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সম্প্রতি শহরের বিভিন্ন বাজার মনিটরিং কার্যক্রম হাতে নেয়া ইয়েস বাংলাদেশ ও এনসিটিএফ বগুড়ার নেতৃবৃন্দ ও বিএনসিসি সদস্যদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Check Also

সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন 

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *