বগুড়া সংবাদ:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের উপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর- রুনিকে নির্মমভাবে হত্যা, বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেয়ার সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনী হাসিনার বিচারের দাবীতে যুবদলের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর যুবদলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে এসে যুবদল কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহাজান আলম স্বপন, মাহমুদুল আলম, ফেরদৌস রহমান, সৌরভ কর্মকার, যুবদল নেতা জুয়েল হোসেন, সোহেল হোসেন, মাসুম, রনি, রুবেল হোসেন, রাশেদ হোসেন, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আবিদ হোসেন, আকাশ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন প্রমুখ।
Check Also
১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …