সর্বশেষ সংবাদ ::

শেরপুরে তারা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে তারা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছয়টি গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামস্থ সংস্থার কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভা সংস্থার সভাপতি শাহাদৎ হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ। সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক আব্দুর রউফ খান, সমাজসেবক আনোয়ার হোসেন সরকার, আব্দুল গফুর, আবু সাঈদ খান রঞ্জু, মনিরুজ্জামান মিন্টু, ইমরান বিশ^াস বাপ্পি, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ:   বগুড়ার শেরপুরে প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যাকাÐের ২০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *