

বগুড়া সংবাদ : বগুড়ায় র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার হইতে বগুড়াগামী একটি ট্রাকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২৫/১২/২০২৩ তারিখ ১৮.৩৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের অন্তর্গত ধুনট মোড়স্থ মের্সাস মামুন এন্ড মিশু সেনেটারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ আবু হাসান (৩২), পিতা-মোঃ জিল্লার রহমান, সাং-ঝোপগাড়ী (দক্ষিণপাড়া), ২। মোঃ মেহেদী হাসান (১৯), পিতা- মোঃ হারুনর রশিদ, সাং- নামাজগড় (কন্ডিশন স্কুলের সামনে), উভয় থানা ও জেলা- বগুড়াদ্বয়কে বিশেষ কায়দায় ড্রাইভিং সীটের নীচে স্কুল ব্যাগে রক্ষিত ৮৯০০ পিচ ইয়াবা, ০১টি ট্রাক, ০৩ টি মোবাইল, ০৩ টি সীম ও নগদ ২,৬৭৭/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা