বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বগুড়ার সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলীর আয়োজনে শহরের ম্যাক্স মোটেলের হলরুমে বিজয়ের ও গৌরবের মাস ডিসেম্বর উপলক্ষে বিজয়ের কাব্যধ্বনি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক লুবনা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। কবি ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দ্যুতি সম্পাদক কবি জয়ন্ত দেব, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, চর্চা সংস্কৃতিক একাডেমির পরিচালক আওয়াল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।
বিজয়ের কাব্য ধ্বনি অনুষ্ঠানে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও মহান দিবস উপলক্ষে বিজয়ের কবিতা আবৃত্তি করেন।