বগুড়া সংবাদ: ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না বগুড়ার কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহা উৎসব।
সোমবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের নশিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আবাদী জমিতে মাটির কাটার দায়ে ভ্রাম্যমান আদালত বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (৭) ক ধারায় কাহালুর দূর্গাপুর ইউনিয়নের বামুজা গ্রামের পলাশের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই জমসেদ আলী, কাহালু সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ইমরুল কায়েস সহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
