সর্বশেষ সংবাদ ::

শনিবার বগুড়ায় আমিরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

বগুড়া সংবাদ : আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়ায় আসছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসার পথে সকাল ১০টায় মোকামতলায় পথসভায় ভাষন দিবেন। এরপর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা সকাল ১০টায় শুরু হবে। সকাল সাড়ে ৯টা থেকে জনসভায় শিল্পীরা নির্বাচনী সংগীত পরিবেশন করবেন। বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে আমিরে জামায়াত দুপুর ১২ টায় শেরপুরে পথসভায় ভাষন দিবেন।
জনসভা বাস্তবায়ন উপলক্ষ্যে সোমবার সকালে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার যৌথ প্রস্তুতি সভা জেলা অফিসে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল বাসেত, শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ। সভায় ১২ টি উপজেলার আমীর সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

Check Also

ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষকে ১৫ বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলো-আইন উপদেষ্টা আসিফ নজরুল

বগুড়া সংবাদ :  আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *