সর্বশেষ সংবাদ ::

ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষকে ১৫ বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলো-আইন উপদেষ্টা আসিফ নজরুল

বগুড়া সংবাদ :  আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত তিনটা জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে ভোট দিতে দেয়নি। একবার করেছে রাতের ভোট। আরেকবার করেছে প্রতিদ্বন্দ্বী ছাড়া একক ভোট। অন্যবার করেছে আমি-ডামি ভূয়া ভোট। ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষকে ১৫ বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলো। তারা নিজেরা নিজেদেরকে ইলেকট্রেট ঘোষণা করে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলো। নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিলো।
তিনি বলেন, আজকে জুলাই গণঅভ্যূত্থানে আমাদের ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ভূমিকার কারণে আমরা একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোন ভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনিই নির্ধারণ করবেন। আপনার জনপ্রতিনিধি কে হবেন। কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন। সেটি আপনিই ঠিক করবেন। আগে ঠিক করতো শেখ হাসিনা। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন এটি ঠিক করবেন। আমরা অসাধারণ একটি নির্বাচন করতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেই প্রার্থীকে। যাকে ইচ্ছা ভোট দিব। কিন্তু ভোট দেওয়ার সময় আমরা অন্যকে ভোটাধিকার প্রয়োগ করতে কোন সমস্যা করবো না। অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। কাজেই আমরা সবার ভোটাধিকার উন্মুক্ত রাখবো।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের বিষয়ে আসিফ নজরুল বলেন, প্রথমবারের মতো এবার প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারছেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হচ্ছে। জুলাই গণঅভ্যূত্থানের পর আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন বলেছিলাম আমাদের তিনটা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার। আরেকটি হচ্ছে গণহত্যাকারিদের বিচার। অন্যটি হচ্ছে নির্বাচন।
তিনি আরও বলেন, আপনারা যদি চান এই দেশে থেকে বৈষম্য দূর হোক। নিপীড়ন দূর হোক। অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক। তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনারা অন্যায় অবিচারের পক্ষে থাকেন। তাহলে আপনি না ভোট দিবেন। আমরা এ দেশ থেকে দুর্নীতি, অবিচার, অনিয়ম, শোষন দূর করার জন্য হ্যাঁ ভোট দিব। বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। এটা দলের স্বার্থে গণভোট না। এটা দেশের স্বার্থে গণভোট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ এস.এম প্রকৌশলী ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা।

Check Also

শিবগঞ্জ আইডিয়াল ক্লাবের উদ্দ্যেগে শর্টপিচ টুর্নমেন্ট উদ্বোধন

বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) :  বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে লক্ষীকোলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *