সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর)বেলা টা থেকে বগুড়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনার , খোকন পার্কে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, সদ্য গঠিত আহ্বায়ক কমিটি ছাত্রদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তারা বলেন, ছাত্র সংগঠনের নেতৃত্বে অছাত্র এবং অন্যান্য সহযোগী সংগঠনের পদধারীদের অন্তর্ভুক্ত করা ছাত্রদলের ঐতিহ্য ও আদর্শবিরোধী। এতে সংগঠনের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে এবং প্রকৃত ছাত্রনেতারা বঞ্চিত হবেন।
অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ইসলাম তুইন, শরিফুল ইসলাম, সামিউল ইসলাম নিশানসহ অর্ধশতাধিক ছাত্রনেতা ও কর্মী।
এ সময় বক্তারা অবিলম্বে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য, ত্যাগী ও নিয়মিত ছাত্রদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।
অনশন কর্মসূচিটি আয়োজন করে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থান শহীদদের ও শ্রমিক নেতা মরহুম জহুরুল ইসলাম সওদাগরের স্মরণে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *