বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা,শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত শান্তিপৃর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ১ টা প্রর্যন্ত গুজিয়া উচ্চ বিদ্যালয় ও দেউলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ২২ টি কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেনী থেকে ৮ম শ্রেনীর ১৬শ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা পরিদর্শন করেন শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম, সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শাহিনুর ইসলাম। পরীক্ষা কেন্দ্রে সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশিদ নাজু, সমন্বয়ক আলহাজ্ব শামছুল আলম, উপ-কেন্দ্র সচিব গোলজার রহমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, উপ কেন্দ্র সমন্বয়ক মুকুল, ইউপি সদস্য সান্তনা আক্তার সেতু প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা