বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় গতকাল শনিবার শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান প্রকৌশলী সানাউল হক ডিউয়ের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র এলাকার কৃতি সন্তান ও আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি শতবছর ধরে ভাল মানুষ গড়ার অবদান রেখে যাচ্ছে। পাশাপাশি এলাকাটি শিক্ষানগরী এলাকায় পরিণত করতে স্থানীয় সৈয়দ আহম্মদ পরিবারটি ভুমিকা রেখে যাচ্ছেন। আমরা দান করা শিখবো। তাদের মতো আমরা দান করে উদাহরণ সৃষ্টি করবো। একসময় এই শিহিপুর এলাকাটি শহরে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শহিদুল হক টুল্লু, আনন্দ গ্রুপের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, ডা. লতিফুল বারী শাকিল, লেফটেনেন্ট কর্ণেল (অব.) আব্দুর রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুল হাই নারেছ, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ ফজলুল করিম মুঞ্জিল, এ্যাড. হালিমুর রশিদ লিটন, ডা. মোঃ সামিউল হক, অধ্যাপক ডা. মোঃ শফিউল হক, সানাউল হক, ডা. নওরোজ অনন্যা, সৈয়দ আহম্মদ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুঞ্জুরে আলম রাসেল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কবির প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে ওসমান আমিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরন করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা