সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সবুজ সংঘ ও নতুনকুড়িঁ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া সবুজ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা রাইজিং ক্লাব মাঠে নামিরুল হক জর্জিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির মাওলানা আবিদুর রহমান সোহেল। এর আগে খেলা উদ্বোধন করেন বগুড়া জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও রাইজিং ক্লাবের সহ-সভাপতি মোতালেব হোসেন। সবুজ সংঘ ক্লাবের সেক্রেটারী সুমন ফকির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার শহর জামায়াতের অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রিয়া সম্পাদক অধ্যাপক  আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড জামায়াতের আমির ডা. আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা আল মামুন রাসেল, গোলাম রব্বানী রাসেল। খেলায়  ট্রাইব্রেকারে বিদ্যুৎ স্মৃতি সংঘ ১-০ গোলে কমল স্মৃতি সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে আবিদুর রহমান সোহেল বগুড়া শহরের আটাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুনকুঁড়ি আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আই বি ডাব্লিউ এফ বগুড়া শহর সেক্রেটারী মো: মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রিয়া সম্পাদক অধ্যাপক  আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, ১ নং ওয়ার্ড আমীর জামিলুল হক, ডালিম শেখ, শামসুদ্দোহা, মো: ত্বোহা। দুটি অনুষ্ঠানে আবিদুর রহমান সোহেল বলেন, খেলাধুলার মাধ্যমে শরীল সুস্থ ও সুন্দর থাকে। আপনারা যুবক তরুণরা বিগত ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে লড়াই সংগ্রাম করেছেন। আবোরো লড়াই সংগ্রাম করে সমাজে কুরআন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা দেশকে একটি মানবিক কল্যাণ রাস্ট্রে পরিণত করতে পারবো।

Check Also

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *