সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থান শহীদদের ও শ্রমিক নেতা মরহুম জহুরুল ইসলাম সওদাগরের স্মরণে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  ফুটবল টুর্নামেন্ট ২০২৫  সেমিফাইনাল ম্যাচ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর  ) বিকেল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শফিকুল/রানু একাদশ বনাব ক্যালের লেদ শ্রমিক একাদশ ।

খেলাকে ঘিরে শ্রমিক ইউনিয়নের সদস্য এবং স্থানীয় দর্শকদের মাঝে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।উদ্বোধনী অনুষ্ঠানে

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলে সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফ্রম বগুড়া শাখা ও  বগুড়া জেলার শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা এ্যাড. মোঃ আব্দুল মতিন মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সম্মানিত সদস্য মোঃ ফারুক হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাবেক সহ-সভাপতি মোঃ মোখলেছার রহমান,

৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি ফয়সাল প্রমুখ। এছাড়া আরো বক্তব্য বগুড়ালে শ্রমিক ইউনিয়নের সংগঠনের কার্যকারী সভাপতি সুলতান পশারী।

 

সভাপতিত্ব করেন লিটন শেখ বাঘা এবং সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।

ফুটবল টুর্নামেন্টটি শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়া চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

Check Also

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *