
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় পথ রোধ করে দু’টি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় দূর্বৃত্তদের মারপিটে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম শাহপাড়ার অজিত মাষ্টারের ছেলে গোলাম রব্বানী(৩৭), একই ইউনিয়নের আটগ্রাম পোড়াপাড়ার আফছার আলীর ছেলে ভুট্টু(৫২) ও আব্দুস সালামের ছেলে ইয়াহিয়া(২১)। গত ২৩ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টার সময় দুপচাঁচিয়া মোলামগাড়ী সড়কের বড়িতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র জানা যায়, ঘটনারদিন রাতে গোলাম রব্বানী দুপচাঁচিয়াতে তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। উক্তস্থানে পৌঁছিলে ৪/৫জন দূর্বৃত্তের একটিদল দড়ি দিয়ে তার পথ রোধ করে তার হাত-পা, মুখ গামছা দিয়ে বেঁধে মারপিট করে তার ব্যবহৃত বাজাজ পালছার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপরপরই একই স্থানে ইসলামী জালসা থেকে ফেরার পথে ভুট্টু ও ইয়াহিয়ার পথ রোধ করে একইভাবে তার ব্যবহৃত সুজুকি জিকসার মোটরসাইকেল ছিনতাই করে তাদেরকে ফেলে রেখে চলে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গোলাম রব্বানী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান এবং গুরুতর আহত ইয়াহিয়া ও ভুট্টুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেক) এর প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন পথ রোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলর মালিকরা দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। মোটরসাইকেল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা