বগুড়া সংবাদ: বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়ন, শিক্ষাক্রম-২০২১ স্থগিত কর, সর্বজনীন- বিজ্ঞানভিক্তি-সেক্যুলার-একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার সংগ্রাম বেগবান কর, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার দাবিতে- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তিতে বছরব্যাপী কর্মসূচীর উদ্বোধনী মিছিল ও সমাবেশ আজ ২১ জানুয়ারি ২০২৪ বেলা ১২ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব কমরেড এ্যাড. দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা নিয়তি সরকার, জেলা সদস্য ঐশ^র্য মৈত্র অর্ক প্রমূখ নেতৃবৃন্দ।
কমরেড দিলরুবা নূরী বলেন, যুগে যুগে কালে কালে শাসকেরা শিক্ষাকে তাদের স্বার্থের অনুগামি করতে চেয়েছে। শিক্ষা গড়ে তোলে যুক্তিবাদী মন আর যাচাই করার ক্ষমতা যা শোষণমুলক ব্যবস্থার নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলে। তাই শাসকেরা বারবার শিক্ষার মর্মবস্ত ধ্বংস করতে চেয়েছে। সেই বৃটিশ আমল থেকেই এদেশের ছাত্ররা সর্বজনীন-গণতান্ত্রিক শিক্ষার দাবিতে লড়াই করেছে। পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনমলে ও ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, স্বাধীকার আন্দোলনে উচ্চারিত হয়েছে সর্বজনীন- বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষার দাবি যা আজও অপূরিত তাই তিনি সর্বজনীন-গণতান্ত্রিক শিক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে তরুন ছাত্র সমাজকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।
সমাবেশে অন্যন্য নেতৃবৃন্দ বলেন- অতীত ছাত্র আন্দোলনের লড়াকু ধারাকে ধারন করে শোষনমূলক পুজিঁবাদী ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিপুরক ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অর্গ্নিগর্ভ সময়ে ১৯৮৪ সালের ২১জানুয়ারিতে আত্মপ্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ৪০ বছর এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে ধারাবাহিক শিক্ষার অধিকার রক্ষার অন্দোলন করে যাচ্ছে সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্ট। সেই অন্দোলনের ধারাবাহিকতায় বগুড়ায় বিশ^াবিদ্যালয় নির্মাণের ঘোষনা বাস্তবায়ন, শিক্ষাক্রম-২০২১ স্থগিত, সর্বজনীন-বিজ্ঞানভিক্তি-সেক্যু