বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় বগুড়া-৩ সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন ও তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টুসহ ৭৭ জন নেতা-কর্মীর নামে নাশকতার মামলা করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাত পরিচয় উল্লেখ্য করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মোড়ে অবস্থিত ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। গত বুধবার সকালে ওই ওয়ার্ডের যুবদল নেতা আশিক বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আদমদীঘি উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও তার ছেলে বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন, মাহমুদুর রহমান পিন্টুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।