সর্বশেষ সংবাদ ::

(যুবদল কার্যালয়ে ককটেল বিষ্ফোরণ ও অগ্নিকান্ড) এমপি ছেলে ও উপজেলা চেয়ারম্যান বাবাসহ ৭৭ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা

এমপি ছেলে ও উপজেলা চেয়ারম্যান বাবাসহ ৭৭ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় বগুড়া-৩ সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন ও তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টুসহ ৭৭ জন নেতা-কর্মীর নামে নাশকতার মামলা করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাত পরিচয় উল্লেখ্য করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মোড়ে অবস্থিত ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। গত বুধবার সকালে ওই ওয়ার্ডের যুবদল নেতা আশিক বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আদমদীঘি উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও তার ছেলে বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন, মাহমুদুর রহমান পিন্টুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *