সর্বশেষ সংবাদ ::

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে মালিক নয় বরং জনগণের সেবক হয়ে কাজ করতে চাই – জামায়াতে আমীর

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ মোকামতলায় নির্বাচনী পথ সভায় বক্তব্য কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা: মো: শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি,জামাতের যারা সংসদে যাবে তারা জনগণের সম্পদ বৃদ্ধি করতে লড়ায় করবে, তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করবেনা। তিনি আরো বলেন আল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় তাহলে আমরা মালিক হয়ে নয় জনগণের সেবক হয়ে কাজ করবো। শনিবার দুপুর ১২.৩০ ঘটিকায় বগুড়ার শিবগঞ্জ মোকামতলা হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত এমনটি বলেন। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন বগুড়া -২ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা সাহাদাতুজ্জামান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সোনাতলা–সারিয়াকান্দি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর।
পথসভায় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা তুলে ধরেন। তাঁরা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মোকামতলা হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Check Also

ক্ষমতায় গেলে বিদেশে পাচার চুরির টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে : আমীরে জামায়াত

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর প্রাণের দাবী পাবলিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *