সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

বগুড়া সংবাদ :   মাটি-চুন, সিমেন্ট দিয়ে বগুড়ায় তৈরী করা হচ্ছিলো জমিতে ব্যাবহারের জন্য সার ও কীটনাশক !  এসব দিয়ে ভেজাল সার তৈরীর সময় হাতে-নাতে দুই শ্রমিককে আটক করে যৌথবাহিনী । পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।শনিবার রাত দশটায় পরিচালিত অভিযানে,  প্রায় একশো বস্তা টিএসপি সার, ২২ বস্তা জিংক ক্রোজিং ছাড়াও চমক বোরন, এবি ফুরানসহ নানা প্রকার তৈরী সার – কিটনাশক  এবং এসব পণ্য তৈরীর সরঞ্জাম জব্দ করা হয় । দীর্ঘদিন ধরে  মাটি-চুন , সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরী এসব সার ও কীটনাশক অন্তত সতেরটি ব্র্যান্ডের  মোড়কে বাজারজত করে আসছিলো বেনামী এই প্রতিষ্ঠান । প্রস্তুতকৃত ভেজাল পণ্য ছাড়াও ৩ শো বস্তারও বেশি মাটি, সিমেন্ট,চুনসহ বিভিন্ন কাঁচামাল এবং ভেজাল সার ও কীটনাশক তৈরীর নানা প্রকার সরঞ্জাম জব্দ করা হয় । এসময় মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকলেও সার তৈরীর সময় দুইজন শ্রমিককে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী । প্রতিষ্ঠানটির কোন বৈধ কাগজপত্র কিংবা সাইবোর্ড  নেই ।

বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, ‘এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট। এখানে ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বগুড়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।’

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *