

বগুড়া সংবাদ : নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় ৩০০ বছর ধরে শুধু একদিনের জন্য উথলী গ্রামের হাটটিতে জমে ওঠে বিশাল এই মাছের মেলা। তবে এতে নতুন সবজি থেকে শুরু করে মিষ্টিসহ সব কিছুই মিলে এখানে। এছাড়াও নাগরদোলা, শিশু-কিশোরদের খেলনার দোকানও বসেছে এই মেলায়। সেইসঙ্গে মিষ্টান্ন ও দইয়ের একটি বড় বাজারও বসানো হয় মেলা চত্বরে। কাছের ও দূরের ক্রেতা- বিক্রেতাদের পদচারণায় মুখরিত ছিল এবারের মেলা। মেলা আগত স্থানীয়রা জানায় সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকানুসারে পহেলা অগ্রাহয়ণ সনতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করে। তবে এইবার ২রা অগ্রাহয়ণ রবিবার (১৭ নভেম্বর) এই উপলক্ষে মেলা বসেছে। এই উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর উথলীসহ শিবগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী মাছের এই মেলা। সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসব হলেও উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদেনীপাড়া, বাকশন, , রহবল, দাড়িদহ,কিচক, আমতলী, আলিয়ারহাট, আটমুল, ভাইয়েরপুকুর,পিরব, জামুরহাট, বুড়িগঞ্জহাট শিবগঞ্জসহ প্রায় ২০ গ্রামের মানুষের ঘরে ঘরে রয়েছে নানা আয়োজন। এ মেলা এলাকায় জামাই মেলা নামেও পরিচিত। প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানে নবান্ন উৎসবে মেতে ওঠেন। সরেজমিনে দেখা যায়,বিভিন্ন পন্যের প্রায় ২০০টি দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এর অর্ধেকই মাছের দোকান। এসব দোকানে দেড় কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের বোয়াল, রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, ব্রিগেড কার্প, ব্লাড কার্পসহ নানা রকমের মাছ বিক্রি করছেন তারা। এইবার মেলায় দেশী মাছ অর্থ্যাৎ নদীর মাছ খুব আমাদানি ছিল কম।তবে এবার মেলায় পাইকারী বাজার ও খুচরা বাজারে দাম বেশি। মেলায় রুই-কাতলা ও চিতল মাছগুলো ৬০০থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ চারশত থেকে সাড়ে পাঁচশত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া ৫০০ থেকে ৬০০ টাকা দরে ব্রিগেড ও সিলভার কার্প মাছ বিক্রি করতে দেখা গেছে।