
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, রোববার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেল লাইনের পাশে একটি পুকুরে গোছল দিয়ে বট গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা কর হচ্ছে অসুস্থ জনিত কারনে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা