সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পত্নীতলায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: পত্নীতলায় উপজেলার বাঁকরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয়ের এনসিওর প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় বাঁকরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার সহকারী শিক্ষা অফিসার জয়নুুল আবেদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ইডিসি কমিটির সভাপতি ফয়সাল শেখ, এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন, শিক্ষা সংগঠক আশিরুল আজাদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুধীজন প্রমুখ।

মেলায় শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক জ্ঞানের সাথে সংগতি রেখে অনুবিক্ষণ যন্ত্র, দূরবিক্ষণ যন্ত্র, পানি চক্র, প্রজাপতির জীবণ চক্র, বৃষ্টি ও ভূমিকম্প এলার্ট, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো-রেল সহ বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। একই ধারাবাহিকতায় ইতিমধ্যে আশ্রয়ের এনসিওর প্রকল্পের অন্তর্ভূক্ত উপজেলার আরো ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা বাস্তবায়ন করা হয়েছে বলে বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় সুত্রে জানাগেছে।

Check Also

সারিয়াকান্দিতে  জমি নিয়ে  বিরােধ   হত্যার হুমকি , থানায় অভিযোগ 

  বগুড়া  সংবাদ,: সারিয়াকান্দিতে  জমি সংক্রান্ত বিরোধ জেরে জােরপূর্বক জমি দখল ও  একটি পরিবারকে প্রাণনাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *