সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে  জমি নিয়ে  বিরােধ   হত্যার হুমকি , থানায় অভিযোগ 

 

সারিয়াকান্দিতে  জমি নিয়ে  বিরােধ   হত্যার হুমকি , থানায় অভিযোগ

বগুড়া  সংবাদ,: সারিয়াকান্দিতে  জমি সংক্রান্ত বিরোধ জেরে জােরপূর্বক জমি দখল ও  একটি পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২) নভেম্বর সকালে সারিয়াকান্দি পৌর এলাকা(৯ নং ওয়ার্ড) বাড়ইপাড়া গ্রামে এঘটনা ঘটে।
 এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৃত জাবেদুর রহমানের ছেলে  মাকিদুর রহমান বাদি হয়ে  একই গ্রামের রুবেল  মিয়া (৩২), ইসমাইল হােসেনের ছেলে আশরাফ আলী(৫০), ইয়াছিন মন্ডলের ছেলে রতন মিয়াসহ ২৭ জনকে অভিযুক্ত করে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী মাকিদুর রহমান জানান, পৈত্রিক সূত্রে ৮২ বছর যাবৎ উক্ত জমি ভােগদখল ও চাষাবাদ করে আসছি। কবলা দলিল,এস. এ খতিয়ান, আর. এস খতিয়ান, খারিজ খতিয়ান মূলে সরকারকে  খাজনা দিয়ে আসছি। এমতাবস্থায় পার্শ্ববর্তী প্রতিবেশি উক্ত জমির মালিকানা  দাবি করে মঙ্গলবার সকাল ৬ টায় দলবল  লাঠি – সােটা,রড ও ধারালাে অস্ত্র নিয়ে চাষকৃত ধান ও সরিষার  জমিতে পাওয়ার টিলার দিয়ে বিনষ্ট করে, জােরপূর্বক ঘর তুলে দখলে নেয়।
এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লােকজন তাকে লাঠি- সােটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণভয়ে মাকিদুর বাড়িতে আসলে সেখানেও তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা । পরে  ৯৯৯ ফােন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ( ওসি)  জামিরুল ইসলাম জানান, এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *