বগুড়া সংবাদ: বগুড়ার সোনাতলায় আওয়ামীলীগ নেতা একাধিক মামলার আসামী ওয়াসিম কুমার জৈন নতুনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী জানান, গ্রেফতারকৃত আসামী নতুনের বিরুদ্ধে থানায় একটি নাশকতা মামলা,সোনাতলা বিএনপি অফিস ভাঙচুরসহ ৩টি মামলা রয়েছে। তাকে গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার বালাসি ঘাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ আটক করার পর রাতে সোনাতলা থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন শনিবার তাকে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়। ওয়াসিম কুমার জৈন নতুন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপির পিএস ছিলেন।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …