বগুড়া সংবাদ: সোনাতলায় মাদক দ্রব্যসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি মোঃ মিলাদুন নবীর নেতৃত্বে এসআই হাকিমসহ কয়েজন পুলিশ গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাকুল্লা ইউনিয়নের চারালকান্দি গ্রামের মাদক খোর ও মাদক ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ (৩০) ও তার স্ত্রী সাহারা বেগমকে (২৬) ৩৫ পিচ ইয়াবাসহ তাদের বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সোনাতলা থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃত ব্যক্তিদ্বয়কে পরদিন শনিবার বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …