সর্বশেষ সংবাদ ::

রাসূল (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে তালোড়ায় তাওহিদী জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়া  সংবাদ:  ভারতের মহারাষ্ট্রের একজন পুরোহিত কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহিb ওয়াসাল্লামকে কটুক্তির প্রতিবাদে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তাওহিদী জনতার ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১
অক্টোবর মঙ্গলবার বিকালে তালোড়া রেল স্টেশন এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি মিনহাজুল ইসলাম। প্রধান অতিথি তাঁর
বক্তব্যে বলেন- অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এই ঘটনার জন্য ভারত সরকারকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হোক। আর যদি ভারত সরকার দুঃখ প্রকাশ না করে তাহলে ভারতীয় হাই কমিশনারকে প্রত্যাহার করা হোক। তিনি আরো
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তির প্রতিবাদে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করা হোক। মাওলানা দেলোয়ার হোসেনের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল
করিম, মাওলানা কামরুল ইসলাম রুবেল, মুফতি ইমদাদুল হক, হাফেজ কামরুল আরেফিন বিদ্যুৎ সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল তালোড়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে
শেষ হয়।

Check Also

বগুড়ায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৬৬জনের নামে মামলা দায়ের

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *