বগুড়া সংবাদ: মাদক সেবনের অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ছয় মাদকসেবীকে তিন মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । গত মঙ্গলবার সন্ধায় উপজেলার সান্তাহার পৌর এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের মাদক বিরোধী কমিটি নেতা সাইফুল ইসলাম খোকন, রাজু, জুয়েল, মাসুমের নেতৃত্বে এ সকল মাদকসেবীকে আটক করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের নিকট সোপর্দ করা হয় । তারপর ভ্রাম্যমান আদালতের হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাকিব হোসেন চৌধুরী এই রায় দেন ।
এ বিষয়ে সান্তাহার সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর এলাকায় কয়েকজন মাদকসেবী মাদক সেবন করাকালে মাদক বিরোধী কমিটি তাদের আটক করে আমাদের হাতে সোপর্দ করে। আটককৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মেহেদী হাসান (৩০) মো: শুভ হোসেন (১৮), সোহেল রানা (২৯) বেলাল হোসেন (২৫) সোহেল রানা (২৮) এবং শাহাদত হোসেন (২২) । পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড ও এক শত টাকা করে জরিমানা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
