বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২অক্টোবর বুধবার
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর আব্দুস সালাম, অ্যাম্বাসিডর আবুল বাশার, মনিরুল
ইসলাম খান স্বপন, আলাউদ্দিন ফকির, উপজেলা সুজন এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সহসভাপতি মনোয়ারা বেগম, সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, সদস্য গোলাম ফারুক, ইউনুছ আলী মহলদার মানিক, মমতাজ মহল প্রমুখ। সভায়
বক্তারা সহিংসতা বন্ধ করে শান্তি, ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Check Also
কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …