সর্বশেষ সংবাদ ::

রাজশাহী নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার

রাজশাহী নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার

বগুড়া সংবাদ:  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষতিগ্রস্থ নগর ভবন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরভবনের ১ম তলা হতে ১০ম তলা পর্যন্ত বিভিন্ন ক্ষতিগ্রস্থ কক্ষ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মহোদয় বলেন, রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত করা সকলের দায়িত্ব। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ জানান তিনি।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *