বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় চাতালের গোডাউনের তালা কেটে পৌনে ২লাখ টাকার ৪৪বস্তা চাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত ৩সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনাটি ঘটে। দুপচাঁচিয়া নওগাঁ-বগুড়া সড়কের তিষিগাড়ী এলাকায় মেসার্স খাজা চাউল কলের মালিক নাজমুল আরেফীন জানান, ঘটনারদিন রাতে আমার চাউল কল ও চাতালের ম্যানেজার এবং চাতালের শ্রমিকরা গোডাউনের অপরপার্শ্বের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ম্যানেজার ঘুম থেকে উঠে দেখতে পায় গুডাউনের দরজা খোলা। কাছে এসে দেখেন গেটের বড় বড় দু’টি তালা কেটে গুডাউনের ভিতর রক্ষিত ৬০কেজি ওজনের ৪৪বস্তা চাল নিয়ে গেছে। থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, চাউল কল মালিক
আমাকে বিষয়টি জানালে আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#
Check Also
দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …