সর্বশেষ সংবাদ ::

সান্তাহার ইউনিয়ন পরিষদের নতুন প্যানেল চেয়ারম্যান হলেন নাজিম উদ্দীন 

সান্তাহার ইউনিয়ন পরিষদের নতুন প্যানেল চেয়ারম্যান হলেন নাজিম উদ্দীন
বগুড়া সংবাদ:   বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দীন। সিদ্ধান্তের পর গতকাল বুধবার দুপুরে ইউপি ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন তিনি। পূর্বের প্যানেল বিলুপ্তি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে নতুন প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, গত ৮ আগস্ট পূর্বের প্যানেলের দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করেন। এ কারনে গত ২২ আগস্ট পরিষদের মাসিক সভায় নতুন প্যানেল গঠনের সিদ্ধাস্ত হয়। এরপর ২৫ আগস্ট এক বিশেষ সভায় সকল ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং স্বাক্ষরে আমাকে ১নং প্যানেল চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমাকে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত করা হলেই আনুষ্ঠনিক ভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু বর্তমানে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের সেবা কর্যক্রম চালু রাখতে নতুন প্যানেল দায়িত্ব পালন করবে।
বুধবার দুপুরে ইউপি ভবনে সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তাজ উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, সাবেক ইউপি সদস্য মোহাতাব হোসেন, বেলাল হোসেন, কারমান হোসেন, বিপ্লব হোসেন প্রমুখ।

Check Also

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি

বগুড়া সংবাদ:  বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। ট্রাকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *