সর্বশেষ সংবাদ ::

সবুজ ব্যাপারীর সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে আজাদের পাল্টা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:   গত ২ সেপ্টেম্বর বগুড়া প্রেসক্লাবে মোঃ সবুজ বেপারীর সাংবাদিক সমে¥লনের প্রতিবাদে আজ বুধবার সকালে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন চেলোপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ। সাংবাদিক সম্মেলনে আবুল কালাম আজাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলের বউ হানিফা আক্তার। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়- “গত ৩০ আগস্ট শুক্রবার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাসের উদ্যোগে ও আমার বাবা আঃ ছামাদের সভাপতিত্বে এলাকার জনসাধারণের স্বার্থে মাদক, দাদন ব্যবসা ও জুয়া খেলা নির্মূল কারার উদ্দেশ্যে সভা আহবান করা হয়। তারই প্রেক্ষিতে সকলের উপস্থিতিতে আলোচনা সভায় আমি ও আমার বাবা উপস্থিত ছিলাম। ওই দিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সেই সভাটি অনুষ্ঠিত হয়। পরে সভা শেষে আমরা সবাই সেখান থেকে চলে যাই। আমি একজন ক্ষুদ মুদি দোকানদার ও বি,এন.পির সাধারণ কর্মী। আমি কোন বাহিনী পরিচালনা করি না বা আমার কোন বাহিনী নেই। উদ্দেশ্য প্রনোদিতভাবে তারা আমাকে বিভিন্নভাবে মামলা, হামলা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমার তিন ছেলে সেই আন্দোলনে সংযুক্ত থাকায় যুবলীগ ও আওয়ামীলীগের কর্মীরা অতর্কিতভাবে আমার ছেলের উপরে হামলা করে এবং এক ছেলের মাথায় দা দিয়ে কোপ দেয়। আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে ও আমার আরও দুই ছেলেকে মারধর করে রক্তাক্ত করার পর আমার বাড়ি ঘর ভাংচুর করে আমার বাড়িতে লুটপাট করে। আমার ছেলেরা আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে পোষ্ট করায় তারা এই হামলা করেছে। আমি আমার বিরুদ্ধে করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাই ও মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই।” সাংবাদিক সম্মেলনে এলাকার বেশ কয়েকজন ছাত্র উপস্থিত ছিলেন।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *