বগুড়া সংবাদ ( এস আই সুমন) : বগুড়ার শিবগঞ্জে তিন বারের মত এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থী
মহাস্থানের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ ।
৭ জানুয়ারি রবিবার বগুড়ার শিবগঞ্জে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ আসনে ১১০টি ভোট কেন্দ্রে ৩ লক্ষ ২৬ হাজার ১৮৬ জন ভোটার রয়েছে।
ভোট চলাকালীন সময়ে কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনী ভোট চলাকালীন সময়ে নিরাপত্তা জোরদার করেন। ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে হেভী ওয়েট প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বিউটী বেগম (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন (কাঁচি)।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ লাঙ্গল প্রতীকে ২৭৪৯ ভোট ট্রাক প্রতীক থেকে বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
Check Also
কাহালুতে পূজামন্ডপ পরিদর্শণ করলেন বগুড়া জেলা প্রশাসক
বগুড়া সংবাদ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর …