সর্বশেষ সংবাদ ::

আবারো বগুড়া সদরে নৌকার মাঝি হলেন রাগেবুল আহসান রিপু

বগুড়া সংবাদ : আবারো বগুড়া সদরে নৌকার মাঝি হলেন রাগেবুল আহসান রিপু ।বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ১৪৪ টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মান্নান আকন্দ ২২ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।

এ নিয়ে পরপর টানা দুইবার এমপি নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০২৩ সালের ১ লা ফেব্রুয়ারী বগুড়া সদর আসনের উপনির্বাচনে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন তিনি।

বগুড়া সদর আসনে অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ ১০ হাজার ১৭৯ ভোট, জাপার আজিজ আহম্মেদ ৮৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির শহিদুল ইসলাম ৩৭১ টি ভোট পেয়েছেন।

রোববার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলেছে।বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া-৬ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *