সর্বশেষ সংবাদ ::

শেরপুরে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের ইন্তিকালে বিভিন্ন মহলের শোক

বগুড়া সংবাদ  : বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক বগুড়ার শেরপুর প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক আর নেই। তিনি শনিবার (১০আগস্ট) সকাল নয়টার দিকে শহরের হাসপাতাল রোডস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে…………রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। একইদিন বিকেল সাড়ে পাঁচটায় তাঁর গ্রামের বাড়ি উপজেলা গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি গ্রামের একটি মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মরণসভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, দৈনিক মানবজমিনের উত্তরাঞ্চল প্রতিনিধি প্রতিক ওমর, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, প্রয়াতের ভাগ্নে মিজানুর রহমান, ভাই মোশারফ হোসেন, রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। জানাজা নামাজ পড়ান মাওলানা আবুল হোসেন। তিনি কর্মময় জীবনে ধুনট মহিলা ডিগ্রী কলেজে কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব করেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, বিজয়বাংলার সম্পাদক আকরাম হোসাইনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত

বগুড়া সংবাদ:    দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *