বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। দিবসটিকে ঘিরে শনিবার (১০ আগস্ট) বিকেলে বগুড়া জেলা আদিবাসী পরিষদের উদ্যোগে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বাগানপাড়া এলাকায় এক আলোচনাসভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবুর সভাপতিত্বে ও উপজেলা শাখার সদস্য সচিব হিরালাল সিংয়ের সঞ্চনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের নেতা যুগেশ চন্দ্র সিং, কমল চন্দ্র সিং, শ্রী সন্তোষ সিং, রাশেদুল ইসলাম রাশেদ, স্বপন কুমার সিং, হীরালাল সিং, ধুনটের রাখাল মালো, পলাশ বাগদি, আদিবাসী ছাত্র পরিষদের নেতা উত্তম কুমার, সোহাগ কুমার, গীতা রানী সিং , চন্দনা রানী, ববিতা রানী প্রমূখ। আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়ার আহবান জানানো হয়।
Check Also
শেরপুরে আলাল পোল্ট্রি-ফিস মিলে ভয়াবহ অগ্নিকান্ড, কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতি ৪৬ কোটি টাকা
বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে আলাল গ্রæপের একটি সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস মিড …