শেরপুর (বগুড়া) প্রতিনিধি
এক সপ্তাহ’র ব্যবধানে ফের বগুড়ার শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম খোকন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা তিনটায় পৌরসভায় গিয়ে এই দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু ২০২৩ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট পৌরসভার মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে ২১টি অনিময়-দুর্নীতির লিখিত অভিযোগ দেন। পরে বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিগত ১২মে মেয়র খোকাকে সাময়িক বরখাস্ত করে কাউন্সিলর নাজমুল আলম খোকনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে বরখাস্ত হওয়া মেয়র জানে আলম খোকা আদালতের দ্বাড়স্থ হন। এরপর আদালত বিগত ২১মে মেয়র খোকাকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিদের নির্দেশ দেন। সেইসঙ্গে তাঁকে দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ৩জুলাই মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করলে ৪জুলাই মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন জানে আলম খোকা। কিন্তু সাতদিনের মাথায় আবারো মেয়রের পদ হারিয়েছেন। ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন আরো জানান, সাময়িক বরখাস্তকৃত মেয়র জানে আলম খোকার আদালতের আদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপীল করা হয়। বুধবার (১০জুলাই) সেই আপীলে আগামি এক মাসের জন্য স্থগিতাদেশ দেন আদালত। সেইসঙ্গে পরবর্তী শুনানীর জন্য আগামী ১২আগস্ট দিন ধার্য্য করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বক্তব্য জানতে চাইলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার ঘটনাকে বেআইনী ও জবরদস্তি বলে আখ্যায়িত করে বরখাস্ত হওয়া পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, আদালত বা মন্ত্রণালয়ের কোনো আদেশের কপি আমাকে দেখানো হয়নি। কিন্তু তিনি মেয়রের চেয়ারে বসে কাজকর্ম শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে নিয়ম-নীতির কোনো তোয়াক্কা করা হয়নি। অথচ আমি ২১মে আদালতের রায় পেয়ে ৩জুলাই মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
Check Also
শেরপুরে আলাল পোল্ট্রি-ফিস মিলে ভয়াবহ অগ্নিকান্ড, কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতি ৪৬ কোটি টাকা
বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে আলাল গ্রæপের একটি সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস মিড …