শেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত, আরেক পথচারী আহত

বগুড়া  সংবাদ : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) ভোররাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে বুধবার (১০জুলাই) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিসা প্রামাণিকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোতালেব হোসেন ও নয়ন মিয়া নামের দুই ব্যক্তি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হচ্ছিলেন। এসময় ফাইভ স্টার ট্রাভেলস্ পরিবহনের দ্রæতগতির একটি যাত্রীবাহী তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রæত উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব হোসেন মারা যান। অপর আহত নয়ন মিয়ার অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন। জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Check Also

১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *