

বগুড়া সংবাদ : ১০ জুলাই ২০২৪ খ্রি. (বুধবার) সম্মানিত পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম মহোদয় বগুড়া জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়।
পরবর্তীতে নবাগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এরপর বিদায়ী পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম মহোদয় বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
জনাব জাকির হাসান, পিপিএম মহোদয় ২৫তম বিসিএস এর একজন অন্যতম মেধাবী, দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য যে, বগুড়া জেলায় যোগদানের পূর্বে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা