সর্বশেষ সংবাদ ::

শেরপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সুমন জিহাদী। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় শেরপুর উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। এরপর সেসব সমস্যাগুলো সমাধানের আশ^াস দেন ইউএনও সুমন জিহাদী। পাশাপাশি বিগত সাত মাস আগে এই উপজেলায় যোগদানের পর থেকেই স্মার্ট উপজেলা গড়ে তোলার জন্য কাজ করছেন বলেও জানান তিনি।
মতবিনিময়সভায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক আইয়ুব আলী, দীপক কুমার সরকার, নাহিদ আল মালেক, আব্দুল ওয়াদুদ, নাহিদ হাসান রবিন, বাঁধন কর্মকার কৃষ্ণ, সৌরভ অধিকারী শুভ, রঞ্জন কুমার দে, জিয়াউদ্দিন লিটন, শাকিল আহম্মেদ, জাহিদ হাসান, তাজুল ইসলাম. আব্দুল হান্নান রোকন, শহিদুল ইসলাম শাওন, শাহ জামাল কামাল, জাহিদ হাসান, শুভ কুন্ডু, আবু জাহের, আব্দুল মোমিন, যোবায়ের হোসেন, লিমন হাসান, রানা, তানভীর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Check Also

ঈদের দিন রাস্তা পারাপার হওয়ার সময় প্রাণ গেল বাবা ও মেয়ের

বগুড়া সংবাদ :ঈদের দিন ফাঁকা রাস্তা পারাপার হওয়ার সময় শাহ আলম (৩২) ও তার মেয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *