বগুড়া সংবাদ : বুধবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল গাছের চারা বিতরণ, র্যালী ও আলোচনা সভা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাহালু উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালী বের করা হয়। উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, নির্বাচন অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাশফুন নাহার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস। আলোচনা সভায় পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর ত্যাগিদ দেন বক্তারা।
কাহালুতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কাহালুতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …