সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ দিবস পালিত

বগুড়া সংবাদ :  খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত, করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার (৫ জুন)  বেলা ১২ টায় আদমদীঘি থানা প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী দুলালের সভাপতিত্বে ও সবুজ আন্দোলন ছাত্র পরিষদের যুগ্ম-আহবায়ক নেহাল আহম্মেদ প্রান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর খান, সহ সভাপতি মিহির কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল পারভেজ, সদস্য সাইফ হাসান খান সৈকত, জামাদুল ইসলাম প্রমূখ।আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এলাকা কৃষি পণ্যের উপর নির্ভরশীল। পরিবেশ বান্ধব কৃষি পণ্য উৎপাদন করতে পারলে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়া সম্ভব। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সবুজ আন্দোলনের এই উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে স্বাগত জানাই।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *